লেভারকুসেনের অবিশ্বাস্য যাত্রা থামিয়ে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন আতালান্তা!

অবিশ্বাস্য পথ চলায় একের পর এক রেকর্ড ভেঙে নতুন রেকর্ডে নাম লেখায় বায়ের লেভারকুসেন। বুন্দেসলিগা জয়ের পথে কোনো ম্যাচ না হেরে গড়ে অসাধারণ কীর্তি। সেই অপরাজেয় যাত্রা অব্যাহত রাখতে ইউরোপার লিগের ফাইনাল খেলতে নামে জাবি আলনসোর দল। কিন্তু আতালান্তার বিপক্ষে প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ে ধাক্কা খায় জার্মান ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে সেই ধাক্কা আরও বাড়ে। অ্যাডেমোলা লুকম্যানের দুর্দান্ত হ্যাটট্রিকে লেভারকুসেনকে প্রথম হারের স্বাদ দিয়ে আতালান্তা ম্যাচ জিতে নিয়েছে ৩-০ ব্যবধানে। তাতে ছয় দশক পর শিরোপার স্বাদ পেল ইতালিয়ান ক্লাবটি

মৌসুমের শুরু থেকে কোনো ম্যাচে না হেরে, সব মিলিয়ে ৫১ ম্যাচ অপরাজিত থাকার ইউরোপিয়ান রেকর্ড গড়ে লেভারকুসেন। এমন অবিশ্বাস্য কীর্তি নিয়ে ফেভারিট হয়েই মাঠে নেমেছিল আলনসোর দল।

কিন্তু আয়ারল্যান্ডের ডাবলিনে ম্যাচের শুরু থেকেই আতালান্তার আধিপত্য। রক্ষণ তো জমাট ছিলই না, আক্রমণেও সুবিধা করতে পারছিল না লেভারকুসেন।
১২ মিনিটেই পিছিয়ে পড়ে লেভারকুসে। বক্সের বাইরে থেকে গতির শটে জাল খুঁজে নেন লুকম্যান।

২৬ মিনিটে আবারও লুকম্যান ঝলক। লেভারকুসেনের এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে দারুন ফিনিশিং করেন এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় লেভারকুসেন। কিন্তু আক্রমণে বিবর্ণ ছিল দলটি। উলটো ৭৫ মিনিটে তৃতীয় গোল হজম করে তারা।

বল জালে পাঠিয়ে নিজের হ্যাটট্রিকের সঙ্গে আতালান্তার শিরোপাও নিশ্চিত করেন লুকম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *