গণ-আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেছেন। এদিকে ছাত্রদের এ আন্দোলনকে প্রথম থেকেই সমর্থন জানিয়ে এসেছিলেন রুকাইয়া জাহান চমক।
সম্প্রতি এ অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটসে লিখেছেন, আগামী ২ মাসের মধ্যে বাংলাদেশে প্রায় দেড় লক্ষ সরকারি চাকরির পদ খালি হতে যাচ্ছে! যোগ্য সুশিক্ষিত যারা ছাত্র জনতার বিপ্লবে সামিল হয়েছেন, তারা রাষ্ট্রীয় দায়িত্ব কাঁধে নিতে প্রস্তুত হোন।
ভক্ত-অনুরাগীরা সেই পোস্টে তাদের মতামত জানিয়েছেন। জিহাদুল ইসলাম নামে একজন লিখেছেন, সরকারের এই পদগুলোতে ছাত্র সমাজ আসুক, তাদের হাতেই আগামীর সুন্দর বাংলাদেশ দেখবে, দেশের মানুষ।
রণি নামে আরেকজন লিখেছেন, আপনার জন্য একটা আগে থেকেই বরাদ্দ করে রাখা হবে। আপনি রাজপথের আমাদের ত্যাগী নেত্রী।
আয়েশা ফাবিয়ার ভাষ্য, ইনশাআল্লাহ, পড়াশোনা আবার শুরু করবো। কারণ এখন জায়গায় জায়গায় দুর্নীতি দমে যাবে।
Leave a Reply