শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যা জানাল ভারত!

বাংলাদেশে থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে ভারতের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়। খবর এনডিটিভি

বৃহস্পতিবার (৮ আগস্ট) ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘তিনি (শেখ হাসিনা) কী করবেন, তাকেই ঠিক করতে হবে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের আন্দোলন ও হাসিনার ভবিষ্যৎ নিয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল নানা প্রশ্নের উত্তর দেন।

রণধীর জয়সোয়াল জানান, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে আজ বৃহস্পতিবার জয়শঙ্করের কথা হয়েছে। এতে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

ব্রিফিংয়ে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলা, লুটপাট, হিন্দু মন্দির ধ্বংস নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতেও এই বিষয়ে মন্তব্য করা হয়েছে। সংখ্যালঘুদের অবস্থা নিয়ে আমরা বারবার খোঁজ করছি। যদিও কতজন নিহত, আহত, আক্রান্ত, ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই হিসাব আমাদের কাছে নেই।’

জয়সোয়াল বলেন, ‘নাগরিকদের রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। স্বাভাবিকভাবেই অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত আমরা গভীরভাবে উদ্বিগ্ন থাকব। আমাদের আশা, দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। সেটা হওয়া দুই দেশ ও এই অঞ্চলের স্বার্থে জরুরি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *