টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা কম। এরই মধ্যে ক্রিকেটাররা ব্যস্ত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। ইংল্যান্ডে চলছে ১০০ বলের লিগ ‘দ্য হান্ড্রেড’। সেখানেই রশিদ খানের ৫ বলের প্রতিটিতেই ছক্কা হাঁকিয়েছেন উইন্ডিজ তারকা কাইরন পোলার্ড।
যেখানে ওভার হয় ৫ বলে।
হান্ড্রেডের ম্যাচে গতকাল (শনিবার) সাউদাম্পটনে রশিদ খানের দল ট্রেন্ট রকেটসের মুখোমুখি হয়েছিল পোলার্ডের সাউদার্ন ব্রেভ। যেখানে আগে ব্যাট করে ট্রেন্ট রকেটস নির্ধারিত ১০০ বলে ১২৬ রান তোলে। পোলার্ডের ক্যারিশম্যাটিক ব্যাটিংয়ে সেই লক্ষ্য ১ বল হাতে রেখেই পেরিয়ে যায় সাউদার্ন ব্রেভ।
এদিন পোলার্ড রশিদের ঘূর্ণি উপেক্ষা করে নিজের কবজির জোর দেখিয়েছেন। ৮১-৮৫ বলের প্রতিটিতে ছক্কা হাঁকিয়েছেন। দ্য হান্ড্রেড টুর্নামেন্টে যে ওভার হয় ৫ বলে, সেখানেই স্বস্তি আফগান তারকা রশিদ খানের। দলটির হয়ে সর্বোচ্চ ২৩ বলে ৪৫ রানও পোলার্ডের।
পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।