বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় সরকার পরিবর্তনের কারণে প্রশাসনে বঞ্চিত কর্মীরাও এবার অধিকারের কথা বলছেন। এ অবস্থায় ধারণা করা হচ্ছে প্রশাসনে বড় রদবদল হতে পারে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী এমনটাই ইঙ্গিত দিয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, প্রশাসনে বঞ্চিতদের দ্রুত পদোন্নতি দেওয়ার ব্যবস্থা করা হবে। নির্দেশ পেলেই বড় ধরনের রদবদল হবে।
এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনার বিষয়ে তিনি বলেন, সচিবদের সততার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। মন্ত্রণালয়ের কাজ স্বাভাবিক করারও নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।
মাঠ প্রশাসনের বর্তমান পরিস্থিতি ও ১৫ আগস্ট শোক দিবস পালন নিয়েও কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সিনিয়র সচিব।
তিনি জানান, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি
Leave a Reply