২৮ থেকে ৪২ তম বিসিএস পর্যন্ত নিয়োগের সুপারিশ পেয়েছিল কিন্তু নিয়োগ পাননি, এরকম ২৫৯ জনকে সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জনস্বার্থে এসব নিয়োগ দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এর মধ্যে ২৮তম বিসিএসে ৭ জন, ২৯তম বিসিএসে ১ জন, ৩০তম বিসিএসে ১ জন, ৩১তম বিসিএসে ৮ জন, ৩২তম বিসিএসে ২ জন, ৩৩তম বিসিএসে ২২ জন, ৩৪তম বিসিএসে ১৮ জন, ৩৫তম বিসিএসে ২৬ জন, ৩৬তম বিসিএসে ৫৩ জন, ৩৭তম বিসিএসে ৪০ জন, ৩৮তম বিসিএসে ১৮ জন, ৩৯তম বিসিএসে ৪১ জন, ৪০তম বিসিএসে ৬ জন, ৪১তম বিসিএসে ১ জন এবং ৪২তম বিসিএসে ১৫ জন নিয়োগ পেয়েছেন।
নতুন নিয়োগ পাওয়া এই কর্মকর্তাদের ১ সেপ্টেম্বর যার যার দপ্তরে যোগ দিতে বলা হয়েছে। বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ২২০০০-৫৩০৬০ টাকা স্কেলে তারা বেতন পাবেন।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটার পর নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের শীর্ষ পদে এখন চলছে পালাবদলের ঢেউ।
Leave a Reply