‘সোহাগের বাপ বুড়া মানুষ। ইশকা (রিকশা) চলবার পারে না। মোরও হাড় ক্ষয় গেইছে। বিষোতে কিছু কইরবার পাও না। ছাওয়াটার কামাই দিয়া কষ্ট করি চলছিনো। সেই ছাওয়াক মিছিলোত গুলি করিয়া পুলিশ মারছে। বাবা রে, হাসিনা তো দ্যাশ ছাড়িয়াই পালাইল। মোর যাদুটাক না মারলে কি হইত না? হামাক এ্যালা কাঁয় খাওয়াইবে?’- এভাবেই কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন গত ১৯ জুলাই বিকেলে রাজধানীর শাহজাদপুরে ছাত্র-জনতার কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে গুলিতে নিহত হওয়া সোহাগের (১৭) মা সালমা বেগম।
নিহত সোহাগের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের বড়পাহাড়পুর গ্রামে। সে রাজধানীর উত্তর বাড্ডায় মা-বাবার সঙ্গে থাকত। কালার প্রিন্টের কাজ করত। বাবা রেজাউল রিকশা চালাতেন।
১৯ জুলাই দুপুরে ভাত নিয়ে ছেলে সোহাগের (১৭) জন্য অপেক্ষায় ছিলেন মা সালমা বেগম। ছেলে জুমার নামাজ পড়ে বাসায় ফিরলে খেতে বলেন। ছেলে তখন বলে, ‘মা, আমি একটু পরে এসে খাব।’ মা ভাত নিয়েই বসে ছিলেন। কিন্তু ছেলে আর ফেরেনি। ফিরেছে তার গুলিবিদ্ধ লাশ।
বুধবার (১৪ আগস্ট) সকালে সোহাগদের বাড়িতে গিয়ে দেখা যায়, জীর্ণ ঘরের বারান্দায় বসে কাঁদছেন মা সালমা বেগম। উপস্থিত দুজন নারী তাকে সান্ত্বনা দিচ্ছেন। কান্নাজড়িত কণ্ঠে সোহাগের মা সালমা বলেন, ‘ওই পুলিশ তুই মোকো গুলি করি মারি ফেলাও। মুই মোর যাদুর গোড়োত থাকিম।’
সরেজমিনে দেখা যায়, জরাজীর্ণ টিনের ছাউনির একটি মাটির ঘর। মেঝে স্যাঁতসেঁতে, অগোছালো। ঘরের এক পাশে একটি কাঠের চৌকি। ঘরেই থাকেন সোহাগের দাদিসহ মা-বাবা। ঘরের ৫০ গজ দূরে অন্যের জমিতে সোহাগকে দাফন করা হয়েছে।
সোহাগের বাবা রেজাউল ইসলাম জানান, ১৯ জুলাই শুক্রবার সোহাগের ছুটি ছিল। জুমার নামাজ শেষে ফিরে কিছু না খেয়ে দ্রুত বাসা থেকে বেরিয়ে যায়। ওর মা ভাত নিয়ে ঘরে বসেই ছিলেন। বেলা সাড়ে তিনটার দিকে একজন রিকশাচালক বাসার সামনে এসে বলেন, সোহাগ নামের একটি ছেলে শাহজাদপুর বাজারে পুলিশের গুলি খেয়েছে। শুনেই হকচকিত হয়ে তিনি ছেলের সন্ধানে বেরিয়ে পড়েন। বাজারে গিয়ে জানতে পারেন, পুলিশের গুলিতে আহত কয়েকজনকে স্থানীয় এমজেড হাসপাতালে নেয়া হয়েছে। এরপর হাসপাতালে গিয়ে সোহাগের লাশ পান। স্থানীয় লোকজনের সহায়তায় ২০ জুলাই লাশ গ্রামে এনে দাফন করেন।
সোহাগের ভাবি নাসরিন বেগম জানান, ছাত্রদের আন্দোলনে মিছিল করতে গিয়ে পুলিশের গুলিতে সোহাগ মারা গেল। অথচ ২৫ দিনে ছাত্ররা ছাড়া প্রশাসনের কেউ তাদের দেখতে আসেনি। আজকে রান্না করার মতো চালও ঘরে নেই।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হাসান জানান, পুলিশের গুলিতে নিহত সোহাগের বিষয়ে দাপ্তরিকভাবে তিনি কিছুই জানতে পারেননি। এ জন্য সেখানে যেতে পারেননি। তবে শুনেছেন, ঢাকায় আন্দোলন করতে গিয়ে গুলিতে সোহাগ মারা গেছে।
Leave a Reply