হার দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। এরপর ছিল সিরিজ হারের শঙ্কা। সিরিজে থাকার জন্য টাইগারদের কাছে ২ ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না।
তবে এই শঙ্কা পূরণ হওয়ার আগেই প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। ইউএসএ দ্বিতীয় খেলায় ৬ রানে জয়লাভ করে এবং এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয়।
ম্যাচ হেরে মিডেল অর্ডার ব্যাটসম্যানদের উপর হারে দোষ চাপিয়ে দিলে অধিনাক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, “এটা আমাদের জন্য খুবই হতশাজনক।
মিডেল অর্ডারে আমরা খুব তাড়াতাড়ি কয়েকটি উইকেট হারিয়েছি যার কারণে ম্যাচ থেকে আমরা ছিটকে গিয়েছি। আমরা খুব একটা ভাল খেলিনি। কিন্তু সামনের ম্যাচে আমরা আরও ভাল প্লান নিয়ে ফিরে আসবো।”