বাংলাদেশের লজ্জার হারের পর ইমরুল কায়েসের খোঁচা!

হিউস্টনে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিয়েছিল আইসিসির সহযোগী সদস্য যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৩ মে) সেটিকেই ছাড়িয়ে গেছে মার্কিন ক্রিকেটাররা। টানা দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজও নিশ্চিত হয়েছে যুক্তরাষ্ট্রের।

এ সিরিজের আগে মাত্র ২৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টির অভিজ্ঞতা থাকা দলটি বড় আলোচনারই জন্ম দিয়েছে বাংলাদেশকে হারিয়ে। টাইগারদের এমন লজ্জার হারে বইছে সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো বাংলাদেশের ক্রিকেটারদের ধুয়ে দিচ্ছে সমর্থকরা।

টাইগারদের এমন পরাজয় অবশ্য মেনে নিতে পারেননি জাতীয় দলের সাবেক ব্যাটার ইমরুল কায়েস। বাংলাদেশের পরাজয়ের পর নিজের অফিসিয়াল ফেসবকে একটি স্ট্যাটাস দেন তিনি। যদিও স্ট্যাটাসে কোনো শব্দই লিখেননি ইমরুল, কেবল ছয়টি ইমুজি দিয়ে নিজের মতামত ব্যক্ত করেন।

ইমরুলের ইমুজিগুলোর মধ্যে প্রথম দুইটি ছিল লজ্জার, পরের দুইটি চুপ থাকার এবং শেষ দুইটি ধন্যবাদের ইমুজি। বৃহস্পতিবার রাতে করা ইমরুলের পোস্টটি ১০ ঘণ্টায় ১৩০ হাজারের মতো রিয়েক্ট পড়েছে। একই সঙ্গে প্রায় ২০ হাজার কমেন্ট এবং সাড়ে সাত হাজার শেয়ার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *