যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর ‘কাঠখোট্টা ভাষায়’ যা বললেন সাকিব!

হিউস্টনে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে বড় অঘটনের জন্ম দিয়েছিল আইসিসির সহযোগী সদস্য দেশ যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৩ মে) রাতে সেটিকেই ছাড়িয়ে গেছে তারা। টানা দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজও নিশ্চিত হয়েছে যুক্তরাষ্ট্রের। সিরিজের দ্বিতীয় ম্যাচে হারের পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা সাকিব আল হাসান বললেন, তিনি জানেন না কী কারণে এমন হচ্ছে।

সিরিজ হার নিয়ে সাকিবের কথা, ‘অবশ্যই হতাশার। আমরা আশা করিনি। যুক্তরাষ্ট্র দলকে কৃতিত্ব দিতে হয়, তারা যেভাবে খেলেছে।’

বৃহস্পতিবার তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৬ রানে হারায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচটিতেও ব্যর্থ ছিল বাংলাদেশের টপঅর্ডার ব্যাটাররা। টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে যেন মানাতেই পারছেন না তারা। আসলে মূল সমস্যাটা কোথায়? সাকিবের কাঠখোট্টা কথা, ‌‘আমি বলতে পারব না। এটার জবাব আমার কাছে নেই।’

এরপর আরেক প্রশ্নের জবাবে ফের বলেন, ‘আমি জানি না। আমি জানলে তো টিমকে বলতাম, রেজাল্ট অন্যরকম হতো।’

এ সিরিজের আগে মাত্র ২৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টির অভিজ্ঞতা থাকা দলটি বড় আলোচনারই জন্ম দিয়েছে বাংলাদেশকে হারিয়ে। যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে টানা দুই ম্যাচ হার কেউই আশা করেননি জানিয়ে সাকিব আরও বলেন, ‘’হারাটা আমাদের জন্য হতাশাজনক। যে কোনো ম্যাচ হারাই হতাশার। আমরা আশা করিনি। আমার ধারণা, কেউই আশা করেনি আমরা দুটো ম্যাচ হেরে যাব। সেখান থেকে তো অবশ্যই হতাশাজনক আমাদের জন্য।’

এমন পারফরম্যান্সের প্রভাব বিশ্বকাপে পড়তে পারে কিনা? সাকিবের সেই পরিচিত জবাব,‘অবশ্যই পড়তে পারে, আবার নাও পড়তে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *