বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতে যা বললেন আলী খান!

প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতেই সফরকারীদের পরাজয়ের লজ্জায় ডুবিয়েছে মার্কিন ক্রিকেট দল। প্রথম ম্যাচে ৫ উইকেটের বড় ব্যবধানে হারার পর দ্বিতীয়টিতে ৬ রানের ব্যবধানে হারে শান্ত বাহিনী। তাতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।

ক্রিকেটীয় অভিজ্ঞতা ও শক্তিমত্তার বিচারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের চেয়ে অনেকটা পিছিয়ে থাকলেও এই সিরিজ জয়কে অঘটন মানতে নারাজ আলী খান। আমেরিকান এই পেসারের মতে, পরপর দুই ম্যাচে জয় পাওয়াটা সহজ নয়। তাদের সামর্থ্য আছে বলেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিততে পেরেছে।

সিজির নিশ্চিতের পর সংবাদ সম্মেলনে এসে আলী বলেন, ‘৩ মাস পর আমি খেললাম। আমার বড় চোট ছিল। মাঝেমধ্যে আপনার ছন্দ ফিরে পেতে সময় লাগবে। আমার জন্য বিষয়টা ছিল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ভালো করা। আমি সাধারণত এত রান দেই না। প্রথম ম্যাচে আমার মত করে বল করতে পারিনি। সেখান থেকে যা শিখেছি তা আমি এখানে প্রয়োগ করার চেষ্টা করেছি। কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নিয়ে আমি চেষ্টা করছি আরও উন্নতি করে যাওয়ার।’

যুক্তরাষ্ট্রের এই পেসার আরও বলেন, ‘এখানে শেখার আরও অনেক কিছু রয়েছে। বিশ্বকাপ আছে সামনেই। খুব একটা সময় নেই। আমার আরও ছন্দ পেতে হবে। উন্নতি করতে হবে। ছেলেরা ভালো খেলেছে কানাডার বিরুদ্ধে। আমার আজকে ভালো লেগেছে। এখন এটি ধরে রাখতে হবে।’

জয়ের জন্য তারা ক্ষুধার্ত ছিলেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা। আলী বলেন, ‘আমরা ক্ষুধার্ত। আমরা চেষ্টা করছি যা আমাদের সামনে আসছে তাই ভালোভাবে করতে। সবাই অনেক ক্ষুধার্ত। আমরা বিশ্বকাপের জন্য মুখিয়ে আছি এবং ইউএসএ বিশ্বকাপে থাকবে দারুণ কিছু ঘটাতে।’

সিরিজ জয় নিয়ে আলীর ভাষ্য, ‘এটা দারুণ। অনেক সময় বড় দলের সাথে আমাদের জয়কে ফ্লুক মনে করা হয়। তবে টানা দুইবার কাউকে হারানো, সিরিজ জেতা কখনও ফ্লুক নয়। এর মানে হল আমাদের প্রতিভা, স্কিল এবং সামর্থ্য আছে যদি আমরা সুযোগ পাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *