ভারতের ত্রিপুরা রাজ্যে টানা কয়েক দিনের বৃষ্টি ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। যার প্রভাব পড়েছে বাংলাদেশের ফেনী, কুমিল্লা ও নোয়াখালী জেলায়। এছাড়া ভারতের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের সবগুলো জলকপাট খুলে দেয়ায় ফেনী, কুমিল্লা ও নোয়াখালীতে স্মরণকালের বন্যা দেখা দিয়েছে।
এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যে আগামী দুইদিন অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ অবস্থায় বাংলাদেশে বন্যা পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রবিউল আউয়াল বলেন, ‘ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত এবং বাঁধ ছেড়ে দেয়ায় কারণে আমাদের দেশে যার প্রভাব পড়েছে। এ অবস্থায় বৃষ্টি অব্যাহত থাকে তাহলে সেই পানি বাঁধ দিয়ে অনবরত নামবে। ফলে কুমিল্লা, নোয়াখালী অঞ্চলে এর প্রভাব পড়বে।’
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, জলাবায়ু পরিবর্তনে কারণে আমাদের দেশে বৃষ্টি বেশি হচ্ছে। এছাড়া ত্রিপুরাতেও বৃষ্টির কারণে তার প্রভাব আমাদের দেশে পড়েছে। এ অবস্থায় ত্রিপুরা বা উজানের বৃষ্টি কমলে আমাদের এদিকে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
ভারতের ত্রিপুরায় উৎপত্তি হওয়া গোমতী নদী প্রায় ১৫০ কিলোমিটার অতিক্রম করে কুমিল্লার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ফলে ডুম্বুর বাঁধের গেট খুলে দেওয়ায় হু হু করে পানি ঢুকছে কুমিল্লা অঞ্চলে।
Leave a Reply