free tracking

অভিষেকেই এনদ্রিকের ইতিহাস, জয়ে ফিরলো রিয়াল!

লা লিগার নতুন মৌসুমে শুরুটা ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। মায়োর্কার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল কার্লো আনচেলত্তির দল। তবে দ্বিতীয় ম্যাচে ছন্দে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। রিয়াল ভ্যালাদোলিদকে ৩-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। রিয়াল মাদ্রিদের হয়ে নিজের অভিষেক ম্যাচটা শুধু রাঙিয়েই রাখলেন না, ইতিহাসও গড়ে ফেললেন ব্রাজিলিয়ান ‘বিস্ময় বালক’ ফিলিপ এন্দ্রিক।

রোববার (২৫ আগস্ট) নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল ভ্যালাদোলিদকে আতিথ্য জানায় রিয়াল মাদ্রিদ। ভ্যালাদোলিদের বিপক্ষে শুরু থেকে বল পজিশন ধরে রেখে খেলা রিয়াল প্রথম সুযোগ পায় নবম মিনিটে। মাঝমাঠ থেকে আন্টোনিও রুডিগার উঁচু করে বল বাড়ান বক্সে, প্রথম স্পর্শে এমবাপ্পের বাঁ পায়ের হাফ ভলি ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক।

ম্যাচের ১৬তম মিনিটে একটি সুযোগ তৈরি করে ভ্যালাদোলিদ। বক্সের বাইরে থেকে ডারউইন মাচিসের শট রিয়ালের এক ডিফেন্ডারের পায়ে লেগে পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। প্রথমার্ধের বাকি সময়ে প্রতিপক্ষ গোলরক্ষককে পরীক্ষায় ফেলার মতো আর কিছু করতে পারেনি রিয়াল। শুয়ামেনি ও ভালভার্দের শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। ভ্যালাদোলিদ এই সময়ে গোলের জন্য আর শটই নিতে পারেনি। গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুদল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে পাল্টে যায় খেলার চেহারা। মুহুর্মুহু আক্রমণ করে স্বাগতিকরা। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ভ্যালাদোলিদ গোলরক্ষক। ৫০ মিনিটে সেই বাধার প্রাচীরও ভেঙে ফেলে রিয়াল। ডেডলক ভাঙেন ফেডেরিকো ভালভার্দে। ফ্রি কিক থেকে রিয়ালকে এগিয়ে দেন উরুগুয়ের এই মিডফিল্ডার।

৮৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাহিম দিয়াজ। নিজেদের বক্সের সামনে থেকে উঁচু করে বল বাড়ান ডিফেন্ডার এদের মিলিতাও। অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে কোনাকুনি চিপ শটে বল জালে পাঠান ৬৯তম মিনিটে গিলেরের বদলি নামা ব্রাহিম।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে রিয়ালের পক্ষে তৃতীয় গোল করেন এন্দ্রিক। ম্যাচের ৮৬ মিনিটে কিলিয়ান এমবাপ্পের বদলি হিসেবে নামেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ব্রাহিম দিয়াজের পাস থেকে বক্সের কিনারে বল পেয়ে ইতিহাস গড়া গোলটি করেন যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে। অভিষেকে উপহার পেলেন দারুণ এক জয়। অথচ পুরো ম্যাচে কয়েকটি সুযোগ পেয়েও জালের নাগাল পাননি ফরাসি ফরওয়ার্ড এমবাপ্পে। লা লিগায় দুই ম্যাচ খেলেও গোলশূন্য থাকলেন এই ফরাসি তারকা।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের তৃতীয় স্থানে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনা ও সেল্টা ভিগোর চেয়ে দুই পয়েন্ট পেছনে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *