বাংলাদেশ নাকি ভারত? যে অংশে বেশি আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল!

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি সন্ধ্যার পরই ঘূর্ণিঝড় রেমালে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়টি বাংলাদেশ অংশেই বেশি আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২৫ মে) বিকেলে ঢাকার আবহাওয়া অধিদফতরে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মো. আজিজুর রহমান।

তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড় ৫০ কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। বাতাসের গতিবেগ আরও বাড়তে পারে।

মো. আজিজুর রহমান বলেন, ১ নম্বর থেকে নামিয়ে সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সাগরের সব নৌযানকে নিরাপদে তীরে ফিরতে বলা হয়েছে। মানুষকে নিরাপ আশ্রয়ে নেয়ার প্রস্তুতি নিতে হবে।

এ আবহাওয়াবিদ বলেন, আজ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। রোববার (২৬ মে) মধ্যরাতে পটুয়াখালীর খেপুপাড়া ও ভারতের সাগর আইল্যান্ড অতিক্রম করবে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশ অংশেই বেশি আঘাত হানবে। উপকূলীয় সব জেলাগুলোতে প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, বাতাসের গতি ১১০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। ২৪ ঘণ্টায় ৩০০ থেকে ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। সারা দেশেই কমবেশি বৃষ্টিপাত হবে। তবে বরিশাল ও নোয়াখালীর দিকে বৃষ্টিপাত বেশি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *