চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম ভারতের ২য় সেমিফানাল ম্যাচ। নির্ধারিত সময় খেলার পর পেনালটিতে গড়ায় খেলা। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ২য় সেমিফাইনালে, কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল ভারতের অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে মুখোমুখি হচ্ছে। ম্যাচের প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ।
এ দিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণ শুরু করে দু দলই। ভারত বেশি আক্রমণ করলেও ফিনিশিং স্কিল না থাকায় গোল করতে পারেনি। অন্যদিকে দুর্দান্ত কম্বিনেশন আক্রমণে এগিয়ে যায় বাংলাদেশ।
খেলার ৩৬ মিনিটে লেফট উইং থেকে পাওয়া ক্রস পুরোপুরি বাঁচাতে পারেননি ভারতীয় গোলরক্ষক। পোস্টের সামনে থাকা আসাদুল মোল্লা ঠান্ডা মাথায় বল জালে পাঠান।
প্রথমার্ধের বাকি সময়ে লিড বাড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। ভারতও সমান সুযোগ তৈরি করেছিল। তবে ৪৫ মিনিট শেষে অতিরিক্ত ৫ মিনিটেও ম্যাচের স্কোরলাইন পরিবর্তন হয়নি।
ম্যাচের প্রথমার্ধ শেষে আবার ভারত সমতায় ফেরে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত-১–১-বাংলাদেশ।
নির্ধারিত সময় খেলা শেষ হলে ১–১ সমতা আসলে ম্যাচ গড়ায় পেনালটিতে।বাংলাদেশঃ৪–৩ ভারত ফলাফলঃ বাংলাদেশ জয়লাভ করে ফাইনালে উঠলো।
গতকাল অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে ভুটানকে হারিয়ে ফাইনালে ওঠে স্বাগতিক নেপাল। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হওয়ায় সরাসরি টাইব্রেকারে চলে যায়।
Leave a Reply