গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি নিয়োগ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মওলা রনি। এ নিয়ে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।
এর একদিন পর আজ বুধবার বিএনপি ও তারেক রহমানকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন নানা কারণে আলোচিত-সমালোচিত এ রাজনীতিক। যুগান্তরের পাঠকদের জন্য তার পোস্টটি হুবুহু তুলে ধরা হলো-
‘জনাব তারেক রহমানের সঙ্গে আমার প্রথম কথা হয়েছিলো ২০১৯ সালের মার্চ মাসে । তিনি আমায় ডেকেছিলেন এবং বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্ক্যাইপের মাধ্যমে প্রায় ঘণ্টা তিনেক একান্তে কথা হয়েছিলো !
তিনি খুব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেছিলেন – আওয়ামী লীগ ছেড়ে কেন বিএনপিতে এলেন । আমি বললাম – প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন – আমি তোমাকে মনোনয়ন না দিলে বিএনপিও দিবেনা । সুতরাং যখন ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেলাম না তখন শেখ হাসিনার সেই কথা মনে পড়লো এবং যখন বিএনপি থেকে প্রস্তাব এলো তখন সাত পাঁচ না ভেবে চলে এলাম ।
আমার কথা শুনে জনাব তারেক রহমান হাসলেন । সেদিনের দীর্ঘ আলোচোনায় আমরা একমত হয়েছিলাম – প্রথম চেষ্টা হবে শেখ হাসিনার বিদায় ঘটানোর জন্য সর্বশক্তি নিয়োগ । তারপর দ্বিতীয় চেষ্টা – বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য সর্বাত্মক কর্মপরিকল্পনা প্রনয়ন এবং বাস্তবায়ন।
আমি বিএনপির অভ্যন্তরীন ঘটনা জানিনা । তবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে – দলকে রাষ্ট্র ক্ষমতায় নেয়ার চেষ্টা এখনো শুরু হয়নি!’
Leave a Reply