মাত্র চার দিন আগেই ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। ‘ভুল’ শুধরে পুরনো দল আমি আদমি পার্টি (আপ)-তে ফিরেছেন দিল্লি পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
পুনরায় দলবদলের কারণ ব্যাখ্যা করে কাউন্সিলর রাম চান্দেরের দাবি, আপের প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল স্বপ্নে এসে তাকে বকেছেন এবং আপ নেতৃত্বের সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন। স্বপ্নে নেতার বকা খেয়েই পুরনো দলে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাম চান্দের জানান, বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল। এর পর থেকে তিনি আর কখনো কারো কথায় বিভ্রান্ত হবেন না।
আপে পুনরায় যোগদান করার পর ‘স্বপ্নদ্রষ্টা’ এই কাউন্সিলর বলেন, ‘আমি নিজের পরিবারে ফিরলাম। গত রাতে আমাদের মুখ্যমন্ত্রী (কেজরিওয়াল) আমার স্বপ্নে এসেছিলেন। তিনি আমাকে বকা দিয়ে বললেন, রাম চান্দের উঠুন। আপনি মণীশ (সিসৌদিয়া), গোপাল রাই, সন্দীপ (পাঠক) এবং অন্য নেতাদের সঙ্গে দেখা করুন। নিজের এলাকায় গিয়ে কর্মীদের সঙ্গে কথা বলে কাজ শুরু করুন।’
দলে যোগদান করতে চেয়ে বুধবারই শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলেন রাম। বৃহস্পতিবারই তাকে যোগদান করানো হয়।
সূত্র: ইন্ডিয়া টুডে
Leave a Reply