পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় একটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। স্থানীয় পুলিশ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
পুলিশের মুখপাত্র রেসিলা ওনয়াঙ্গো জানিয়েছেন, কেনিয়ার মধ্যাঞ্চলের নিয়েরি অঞ্চলে একটি পাহাড়ের পাশে অবস্থিত এন্দারাশা একাডেমিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তিনি জানিয়েছেন, আহত অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
ওনয়াঙ্গো বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা ১৭ শিক্ষার্থীকে হারিয়েছি। এছাড়া, আরো ১৪ জন গুরুতর আহত হয়েছে।’
তিনি জানান, নিহতদের অধিকাংশই এমনভাবে পুড়ে গেছে যে, তাদের শনাক্ত করাই কঠিন। পুলিশ ঘটনাস্থলে আছে বলে জানিয়েছেন তিনি।
এ সময় ওনয়াঙ্গো আশঙ্কা করেন, উদ্ধারকাজ পুরোপুরি শেষ হওয়া পর্যন্ত নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ এখনো অজানা, তবে কারণ জানতে তদন্ত চলছে।
কেনিয়ার বোর্ডিং স্কুলগুলোতে আগুনের ঘটনা প্রায়ই ঘটে। এর আগে, ২০১৭ সালে রাজধানী নাইরোবির মোই গার্লস হাইস্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন শিক্ষার্থী মারা যায়। তবে কেনিয়ার বিগত ২০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল নাইরোবির দক্ষিণ-পূর্বে মাচাকোস কাউন্টিতে। যে অগ্নিকাণ্ডে অন্তত ৬৭ শিক্ষার্থী মারা গিয়েছিল।