এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল মিলবে যেদিন!

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হয়ে যে শিক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ করেছেন বা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন তাদের ফল প্রকাশ হবে আগামী ১১ জুন। ঐদিন স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে। এছাড়া যাদের ফল পরিবর্তন হবে তাদের মোবাইলফোনে এসএমএস করে পরিবর্তিত ফল জানিয়ে দেওয়া হবে।

রোববার (২৬ মে) বিকেলে আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান।

তপন কুমার জানান, পুনর্নিরীক্ষণ যাদের ফল পরিবর্তন হবে তাদেরকে কলেজ ভর্তির সংশোধনের সুযোগ দেওয়া হবে। তার পরিবর্তিত ফল অনুযায়ী তার কলেজ ভর্তির সুযোগ পাবে।

শিক্ষাবোর্ডের কর্মকর্তারা জানান, পুনর্নিরীক্ষণ করলে একজন শিক্ষার্থীর খাতা পুনরায় মূল্যায়ন করা হয় না। পুনর্নিরীক্ষণের আবেদন হওয়া উত্তরপত্রের চারটি দিক দেখা হয়। এগুলো হলো, উত্তরপত্রের সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কি না, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে উঠানো হয়েছে কি না, প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কি না।

এসব পরীক্ষা করেই পুনর্নিরীক্ষার ফল দেওয়া হয়। এই চারটি জায়গা কোনো ভুল হলে তা সংশোধন করে নতুন করে ফলাফল প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *