যে কারণে রিজার্ভ ডে’তে ভারত-পাকিস্তান ম্যাচ!

রাজনৈতিক বৈরিতার কারণে ভারত-পাকিস্তানের বাইশ গজের দ্বৈরথ বন্ধ রয়েছে। আইসিসি কিংবা এসিসির ইভেন্ট ব্যতীত এ দুই দলের মুখোমুখি লড়াই চোখে পড়ে না বললেই চলে। স্বাভাবিকভাবেই বৈশ্বিক টুর্নামেন্টগুলোকে পাখির চোখ করে রাখেন ক্রিকেটপ্রেমীরা।

চলমান এশিয়া কাপ যেন ভারত-পাকিস্তান সমর্থকদের জন্য আদর্শ আসর। কেননা এখন পর্যন্ত দুইবার মুখোমুখি দেখা হয়েছে দু’দলের। সুযোগ হলে হয়তো আসরের ফাইনালে দেখা যাবে এ দুই দলকে।

রোববার কলম্বোতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। তবে বৃষ্টি বাধায় বন্ধ রয়েছে ম্যাচটি। এদিন আর একটি বল যদি মাঠে না গড়ায় তাতেও বিলম্ব হবে না। কেননা ম্যাচটিকে ঘিরে রিজার্ভ ডে রাখা হয়েছে।

এদিন টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ভারত। বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার আগ পর্যন্ত ২৪.১ ওভারে তাদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৪৭ রান। ৮ রান নিয়ে উইকেটে আছনে বিরাট কোহলি। অপর অপরাজিত ব্যাটার লোকেশ রাহুল ১৭ রান করেছেন।

এরপর ভারত যদি আর ব্যাটিংয়ে নামার সুযোগ না পায়, তাহলে ডার্ক লুইস মেথডে (বৃষ্টি আইন) ম্যাচের ফল পেতে পাকিস্তানকে ন্যুনতম ২০ ওভার ব্যাটিংয়ের সুযোগ দিতে হবে। সেক্ষেত্রে বাবর আজমের দলের জন্য লক্ষ্যমাত্রা হবে ১৮১ রান।

ন্যুনতম ২০ ওভারের খেলা না হলে ম্যাচটি গড়াবে রিজার্ভ ডে-তে। চলমান টুর্নামেন্টের মাঝপথে নেয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসির) সিদ্ধান্ত অনুযায়ী, বৃষ্টির কারণে আজ খেলা না হলে সোমবার আবারো মাঠে নামবে রোহিত-বাবরের দল। অবশ্য সেদিনও রয়েছে বৃষ্টির শঙ্কা। এমনকি ম্যাচটি একই ভেন্যুতেই ফের অনুষ্ঠিত হবে।

রিজার্ভ ডে’র নিয়ম

এসিসি জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্বের কথা মাথায় রেখে রিজার্ভ ডে রাখা হয়েছে। এশিয়া কাপে প্রতিটি ম্যাচের কাট-অফ সময় রাত ১০টা ২০ মিনিট। অর্থাৎ ওই সময়ের আগেই পরবর্তী (দ্বিতীয় ইনিংস) ২০ ওভারের খেলা শুরু করতে হবে। নইলে আর খেলা হবে না। ভারতের ইনিংসের ২৪ ওভার হয়ে গেছে। আজকের মধ্যে খেলা শেষ করতে হলে অন্তত ২০ ওভার ব্যাট করতে হবে পাকিস্তানকে।

আজ যদি কোনোভাবেই পাকিস্তান ২০ ওভার খেলতে না পারে, তাহলে খেলা গড়াবে সোমবার। সেক্ষেত্রে অবশ্য ২০ ওভারের খেলা হবে না। ভারতের ইনিংস যেখানে থেমেছে, সেখান থেকেই তাদের ইনিংস শুরু হবে। যদি সোমবারও বৃষ্টি হয় তখন খেলার ওভার আবার কমতে পারে। কিন্তু সেসব হিসাব হবে রিজার্ভ ডে চলাকালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *