মাঠকর্মী হয়ে কভার টানলেন ফখর, ভিডিও ভাইরাল!

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তবে বৃষ্টির কারণে আপাতত বন্ধ রয়েছে ম্যাচটি।

রোববার কলম্বোতে বৃষ্টি হানা দেওয়ার আগে ২৪.১ ওভারে দুই উইকেটে ১৪৭ রান করে ভারত। এরপর বৃষ্টি নামে। ফলে সঙ্গে সঙ্গেই প্রেমাদাসা স্টেডিয়াম ঢেকে দেওয়া হয় কভারে।

কলম্বোতে বৃষ্টি নামার পর সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মাঠকর্মী হয়ে মাঠে কভার টানছেন পাকিস্তান ওপেনার ফখর জামান। তার এমন ছবি ভাইরাল হতেই নেটিজেনরা প্রশংসা করতে শুরু করেছেন।

ভারত-পাকিস্তানের ম্যাচটি আজকের নির্ধারিত সময়ে সম্পন্ন না হলেও রিজার্ভ ডে’র ব্যবস্থা রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যদি দু’দল ন্যুনতম ২০ ওভার না খেলতে পারে, তাহলে সোমবার আবারো ম্যাচটি মাঠে গড়াবে। তবে বৃষ্টি থামার পরমুহূর্তে মাঠটি খেলার উপযোগী করতে চেষ্টার কমতি রাখবে না আয়োজকরা। তারই অংশ হিসেবে বৃষ্টি নামার পর যত দ্রুত তারা কভার দিয়ে পিচসহ পুরো মাঠ ঢেকে দেওয়া চেষ্টা করেন।

এই ম্যাচেও মাঠকর্মীদের কভার টানতে দেখে পুরোদমে সেই কাজে লেগে পড়েন ফখর। যত দ্রুত সম্ভব পিচ ও আউটফিল্ড ভেজা থেকে বাঁচাতে চেষ্টা করছিলেন তারা। মুহূর্তেই সেই ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে ফখরকে নিয়ে বন্দনায় মেতেছেন নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *