কদিন আগেই ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন সন্দ্বীপ লামিচানে। ২৪ দলের হয়ে মাঠ মাতানো এই ক্রিকেটারকে নেপালের বিশ্বকাপ দলে সুযোগ দেয়ার জোর গুঞ্জন শোনা যাচ্ছে। ইতোমধ্যেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার সময়ও পেরিয়ে গেছে। তবুও তারকা এই ক্রিকেটারকে বিশ্বকাপ দলে পেতে তোরজোড় চালিয়ে যাচ্ছে নেপাল ক্রিকেট বোর্ড। এ জন্য সরকারের মাধ্যমেও তদবির চালাচ্ছে তারা।
বর্তমানে আইসিসির কাছে জমা দেয়া দলে পরিবর্তন আনতে হলে টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগবে নেপালের। শুধুমাত্র চোট ও জরুরী প্রয়োজনে বদলি ক্রিকেটার নেয়ার সুযোগ আছে দলগুলোর সামনে।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের প্রেসিডেন্ট চতুর বাহাদুর চাঁদ ক্রিকেটার সন্দ্বীপ লামিচানেকে বিশ্বকাপ দলে নেয়া প্রসঙ্গে বলেন, ‘আমরা নেপাল সরকারের মাধ্যমে দূতাবাসে তদবির চালিয়ে যাচ্ছি।’
বিশ্বকাপে নিজেদের প্রথম দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলবে নেপাল, পরের দুটি ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে। ২০১৪ সালের পর দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে নেপাল। বাংলাদেশ, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে গ্রুপ ‘ডি’-তে আছে দলটি।