সাকিব-তামিম বিরোধটা আজকের নয় অনেক দিন আগের। আর এ বিরোধ দিন দিন আর আলো ছড়িয়ে সবার মাঝে চলে যায়। আসলে কেউ জানে না এ সমস্যা কবে সমাধান হবে।
২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান প্রথমবারের মতো দীপক আগরওয়ালের সাথে দেখা করেছিলেন। লন্ডনের একটি রেস্তোরাঁয় তাদের দেখা হয়। আগরওয়াল সাকিবকে আরও কয়েকজন বাংলাদেশি খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
সাকিব মিরাজকে আগরওয়ালের সঙ্গে দেখা করতে বলেন। মিরাজ একথা জানান তৎকালীন ওয়ানডে সহ-অধিনায়ক তামিম ইকবালকে। তামিম তাৎক্ষণিকভাবে মিরাজকে তা করতে নিষেধ করেন এবং বিষয়টি তৎকালীন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে জানান।
এ কথা শুনে নাজমুল হাসান পাপন রেগে যান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে সাকিবকে না রাখার জন্য বাংলাদেশ থেকে ইংল্যান্ডের প্রধান কোচ হাথুরুসিংহেকে নির্দেশ দেন। আসলে এর পর সাকিবের সঙ্গে তামিমের সম্পর্কের অবনতি হয়।
Leave a Reply