সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ
তালিকায় নাম থাকার পরও যারা ডিসি হতে পারেননি তাদের বিষয়ে কথা বলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ।
বুধবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৭০০ জনের তালিকায় নাম থাকলেই যদি মনে করে আমি ডিসি হয়েছি, এটা কি ঠিক হবে? আমরা বলেছি এদের থেকে বাছাই করে ৬০ জনকে দেন। যারা হতে পারেনি তাদের তো কোনো ইজ্জতহানী হয়নি।
স্বাস্থ্য সচিব বলেন, তারা কেন হয়নি আমরা তো সেটা প্রকাশ করিনি। যদি প্রকাশ করি তাহলে তারা সামাজিকভাবে হেয় হবে। এটা প্রকাশ করতে পারছি না। প্রকাশের কোনো আইন নেই। উনি এই পোস্টের জন্য অযোগ্য সেটা বলতে পারি না, তবে উনি এই পোস্টের জন্য যোগ্য হতে পারেননি এটা বলতে পারি।
তিনি বলেন, ডিসি হিসেবে দায়িত্বে যাওয়ায় আগেই প্রি-কনসিভ বলেন এদের সবাই স্বৈরাচারের আমলে বেনিফিশারি বা উপকার ভোগী তাহলে এত ডিসি আমরা কোথায় পাবো? একটা হাই-পাওয়ার কমিটি বিধিবদ্ধভাবে যাচাই-বাছাই করে সবচেয়ে বেস্ট টপস্কোর যারা করেছে তাদের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন বির্তক উঠেছে এরা খারাপ এরা ভালো।
Leave a Reply