এবার দেশজুড়ে ভারি বৃষ্টির আভাস!

এবার দেশজুড়ে ভারি বৃষ্টির আভাস

উপকূলে আঘাত করার পর প্রবল বৃষ্টি ঝরিয়ে ঘূর্ণিঝড় রিমাল কিছুটা দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আগামীকাল মঙ্গলবারও সারা দিন দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি ঝরতে পারে। একই সঙ্গে দুই থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা সোমবার রাতে কালের কণ্ঠকে বলেন, ‘স্থল নিম্নচাপটি খুবই ধীর গতিতে অগ্রসর হচ্ছে। এর মুভমেন্ট নাই বললেই চলে। এটি আজ রাতেও বাংলাদেশে অবস্থান করতে পারে। রাত ৮টায় স্থল গভীর নিম্নচাপটি কিছুটা দুর্বল হয়ে স্থল নিম্নচাপ হয়ে মানিকগঞ্জে অবস্থান করছিল।

এর প্রভাবে আগামীকালও (মঙ্গলবারও) সারা দেশে বৃষ্টি হতে পারে।’
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে,আগামীকাল মঙ্গলবার দেশের আট বিভাগেই ঝোড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে ২৩৫ মিলিমিটার।

ঢাকায় এ সময় ১৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগে তুলনামূলক বৃষ্টি বেশি হয়েছে। রংপুর বিভাগে তুলনামূলক কম বৃষ্টিপাত ছিল। রংপুর ছাড়া বাকি সাত বিভাগেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে।
এর আগে প্রবল ঘূর্ণিঝড় রবিবার বিকেলের পর থেকে বাংলাদেশের উপকূল অতিক্রম করা শুরু করে।

সোমবার সকাল ৯টায় ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত এটি স্থল গভীর নিম্নচাপ হিসেবে যশোর ও আশপাশের এলাকায় অবস্থান করছিল।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, ‘স্থল নিম্নচাপটি বৃষ্টি ঝরিয়ে আরও দুর্বল হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে স্থল লঘুচাপ হয়ে বাংলাদেশ থেকে আগামীকাল নাগাদ আসামের দিকে চলে যাবে। এরপর বৃষ্টি কমে আসবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *