দুই মাসের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার কারণ ব্যাখা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম।
তিনি বলেন, আইনশৃঙ্খলার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলার পরিবেশ যেন সম্পূর্ণভাবে ঠিক থাকে, যাতে জননিরাপত্তা নিশ্চিত হয়। আমরা জরুরি পরিস্থিতির মধ্যে আছি।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশ পুনর্গঠন করা লাগছে। সেজন্য সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়া হয়েছে, সেটা কেবল দুই মাসের জন্য। আমাদের পুলিশ বাহিনী আছে, সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে, আরো শক্তিশালী করে, মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে, তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসব। এজন্য মূলত এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ সময় ফ্যাক্ট চেকিং নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, আমরা ফ্যাক্ট চেকিং নিয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলছি। মিডিয়ার সঙ্গেও কথা বলছি। যাতে ফ্যাক্ট চেকিং বিষয়টি আরো শক্তিশালী করতে পারি। যাতে মিডিয়াগুলো গুজবগুলো ভেরিফাই করে মানুষকে সচেতন করে।
Leave a Reply