বাংলাদেশের ফিফা র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে। জাভিয়ের ক্যাব্রেরার দলের বর্তমান অবস্থান ১৮৬, যা আগের ১৮৪ থেকে দুই ধাপ পিছিয়ে।
সেপ্টেম্বরের উইন্ডোতে ভুটানে দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জামাল ভুইয়ারা একটিতে জয়ী এবং একটিতে হেরেছেন। এতে বাংলাদেশ ও ভুটান উভয়ের র্যাঙ্কিংয়ে বিরূপ প্রভাব পড়েছে। দুই দলই ২ দফায় পিছিয়ে গেছে। ভুটান এখন ১৮২ তম থেকে ১৮৪ তম স্থানে রয়েছে।
এশিয়ান কাপের বাছাইপর্বের ড্র। ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে এই ড্র করা হবে। তাই সেপ্টেম্বরের উইন্ডোতে দুটি ম্যাচ খেলতে বাংলাদেশ দলকে থিম্পুতে পাঠায় বাফুফে।
বাংলাদেশ ও ভুটানের মধ্যে ব্রুনাই ১৮৩তম স্থানে রয়েছে। চলতি মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে সব দেশের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি করেছে ব্রুনাই। ম্যাকাওকে দুই পয়েন্ট নিয়ে ৭ ধাপ এগিয়ে ব্রুনাই।
Leave a Reply