চেন্নাই টেস্টে বাংলাদেশকে দুর্দান্ত এক শুরু এনে দিয়েছিলেন হাসান মাহমুদ। এতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারত আড়াই শ করতে পারবে কিনা সেই সন্দেহ জেগেছিল। কিন্তু শঙ্কায় ভোগা সেই ভারতের হাতেই এখন টেস্টের নিয়ন্ত্রণ।
১৪৪ রানে ৬ উইকেট হারানো ভারত দিন শেষে আর কোনো উইকেটই হারায়নি।
প্রথম দুই সেশন উইকেট উদযাপন করলেও শেষ সেশনে রবীন্দ্র জাদেজা আর রবিচন্দ্রন অশ্বিনের কাছ থেকে হতাশাই পেয়েছেন হাসানরা। বাংলাদেশি বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে ৭ম উইকেটে রেকর্ড অপরাজিত ১৯৫ রানের জুটি গড়েছেন তারা।
৭ম কিংবা তার পরের উইকেটে সর্বোচ্চ জুটি। রেকর্ড জুটি গড়ার পথে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পাওয়া অশ্বিনের ১০২ রানের বিপরীতে ৮৬ রানে অপরাজিত আছেন জাদেজা।
দুজনের দুর্দান্ত পারফরম্যান্সের উপর ভর করেই ভারত দিন শেষ করেছে ৬ উইকেটে ৩৩৯ রানে।
আগামীকাল দ্বিতীয় দিন দলীয় স্কোরকে চার শ ছাড়িয়ে আরো বড় সংগ্রহের লক্ষ্যে নামবেন জাদেজা-অশ্বিন, এটাই স্বাভাবিক। তবে স্বাগতিকদের ৪০০ রানের মধ্যেই আটকাতে চায় বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এমনটিই জানিয়েছেন দিনের সেরা বোলার হাসান।
৪ উইকেট নেওয়া পেসার বলেছেন,‘আমার কাছে মনে হচ্ছে ৪০০ এর আগে অলআউট করতে পারলে আমাদের জন্য ভালো হবে। উইকেট এখন অনেক সহজ হয়ে গেছে ব্যাটিংয়ের জন্য। অনেক ব্যাটিং সহায়ক এখন। আমরা চেষ্টা করছি কীভাবে চাপ দেওয়া যায় সেভাবে বল করার। কালকে ইনশাল্লাহ এটাই হবে।
’
প্রথম দুই সেশন কিপ্টে বোলিং করলেও শেষ সেশনে হাত খুলে রান দিয়েছেন বাংলাদেশি বোলাররা। শেষ বিকেলে রান দেওয়ায় আক্ষেপ ঝড়েছে হাসানের কণ্ঠে। তিনি বলেছেন,‘আমার মনে হয় বোলিংটা আরেকটু মিতব্যয়ী, আরেকটু গোছানো হতে পারত। চেষ্টা করছি যেন ভালো জায়গায় বল করে তাদের চাপে ফেলা যায়। এখন মোমেন্টাম ওদের দিকে আছে। চেষ্টা করলে আশা করি ৪০০ এর আগে অলআউট করতে পারব ইনশাল্লাহ।’
Leave a Reply