অবশেষে অশ্বিন-জাদেজার জুটি ভাঙা গেল। দ্বিতীয় দিনের তৃতীয় ওভারে জাদেজাকে ফেরান টাইগার পেসার তাসকিন। তাতে ভাঙল অশ্বিন-জাদেজার ১৯৯ রানের জুটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৭ উইকেটে ৩৪৩ রান।
চেন্নাই টেস্টের প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩৩৯ রান করেছিল ভারত। দ্বিতীয় দিনের শুরুতে মাত্র ৪ রান যোগ করতেই উইকেট হারায় স্বাগতিকরা। ৮৬ রান করে আউট হন জাদেজা।
অশ্বিন-জাদেজার এই জুটি বাংলাদেশকে প্রথম দিনশেষে পিছিয়ে দেয়। ভারত যখন ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে, তখন দলের হাল ধরেন এই দুইজন। দিনের শেষ সেশনটা নিজেদের করে নেয় ভারত।
আরও পড়ুন: করণীয় ও সাকিবের দেরিতে বল হাতে নেয়া সম্পর্কে যা বললেন হাসান
এদিকে জাদেজা আউট হলেও ১০৬ রানে এখনও অপরাজিত আছেন অশ্বিন। জাদেজা আউটের পর ক্রিজে নেমেছেন আকাশ দীপ।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে সফল বোলার হাসান মাহমুদ। ৪ উইকেট নিয়েছেন তিনি। বাকি তিন উইকেট পেয়েছেন তাসকিন, রানা এবং মিরাজ।
Leave a Reply