আলোর অভাবে খেলা বন্ধ হওয়ার পরপরই আম্পায়াররা দিনের খেলা শেষ ঘোষণা করেন। তৃতীয় দিন শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের মোট স্কোর ৪ উইকেটে ১৫৮ রান।
অপর প্রান্তে অধিনায়ক নাজমুল হোসেন অপরাজিত আছেন ৫১ রানে, সাকিব আল হাসান ৫ রানে।
৫১৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে আসা বাংলাদেশ জাকির হাসান-সাদমান ইসলামের ওপেনিং জুটি থেকে ভালো সূচনা পায়। জাকির গালিতে জাসপ্রিত বুমরাহের বলে জয়সওয়াল দুর্দান্ত ক্যাচ নিলে দুজনের মধ্যে 62 রানের জুটি ভেঙে যায়।
জাকির ৪৭ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন। তবে দলের অবস্থা খারাপ আরেক ওপেনার সাইদমানকে আউট করায়। অশ্বিনের ভালো বলে শর্ট মিডউইকেটে শুভমান গিলকে (৬৮ বলে ৩৫) ক্যাচ দেন তিনি।
Leave a Reply