চেন্নাই টেস্ট জিততে হলে ভারতের দেওয়া লক্ষ্য বিশ্বরেকর্ড গড়েই জিততে হবে বাংলাদেশকে। হাতে সময় আছে দুই দিন। বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে চার উইকেটে ১৫৮ রান সংগ্রহ করেছে। এখনো ম্যাচ জিততে টাইগারদের প্রয়োজন ৩৫৭ রান।
টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে ওয়েস্ট ইন্ডিজের। লাল বলে বাংলাদেশ এর চেয়ে বড় রানের লক্ষ্য পেয়েছে তিনবার। সব মিলিয়ে চতুর্থ ইনিংসে নবমবার ৫০০ রানের বেশি লক্ষ্য পেল টাইগাররা। এর আগে হেরেছে সব ম্যাচই।
টেস্টে চতুর্থ ইনিংসে বাংলাদেশ সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এদিকে চেন্নাই টেস্টের তৃতীয় দিনে অদ্ভূত এক কাণ্ড ঘটিয়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পান্ট।
ব্যাটিংয়ের সময় রসিকতা করে দর্শকদের নজর কেড়েছেন পান্ট। নিজের বিপক্ষে ফিল্ডিং সাজাতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনকে শান্তকে ‘সহায়তা’ করেছেন তিনি।
উইকেটের মাইক্রোফোনে শোনা যায় পান্ট ব্যাটিং করা অবস্থায় শান্তকে ফিল্ডিং সাজাতে পরামর্শ দিচ্ছিলেন। আর তা সে দৃশ্যটি দেখে হাসির রোল পড়ে কমেন্ট্রি বক্সে। রসিকতায় মেতে ওঠেন দর্শকরা।
এরই মধ্যে তার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বাংলাদেশ অধিনায়ক শান্তকে লক্ষ্য করে পান্ট বলেন, এক ফিল্ডারকে এখানে নিয়ে আসো। এখানে বেশি ফিল্ডার নেই।
পরবর্তীতে পান্টের দেওয়া পরামর্শ অনুযায়ী নির্দেশিত স্থানে ফিল্ডারও আনেন শান্ত। পান্তের এমন কাণ্ডে হেসেছেন ধারাভাষ্যকাররা। ভারতীয় উইকেটরক্ষকের রসিকতা বুঝে বিনোদন নিতে দেখা যায় দর্শকদেরও।
পান্টই প্রথম নয় এর আগে বাংলাদেশের বিপক্ষে এমন কাণ্ড ঘটিয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে এমনটি করেন।
Leave a Reply