free tracking

বাতের ব্যথা ও প্যারালাইসিসের চিকিৎসা দিচ্ছে ডিপিআরসি!

দেশেই বাতের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ের আন্তর্জাতিকমানের চিকিৎসা সেবা দিচ্ছে ঢাকা পেইন ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার (ডিপিআরসি)। রাজধানীর শ্যামলী রিংরোডে ২০০৪ সালে যাত্রা শুরু করা সর্বাধুনিক মানসম্মত এ সেন্টারটিতে রয়েছে আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সব যন্ত্রপাতি।

একটা সময় ছিল, যখন মানুষ সুনির্দিষ্ট চিকিৎসার অভাবে বাতের ব্যথা, আর্থ্রাইটিস ও প্যারালাইসিসে আক্রান্ত হয়ে মারা যেতেন, কিংবা পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করতেন। তবে, রিহ্যাব ও ফিজিও চিকিৎসার অবদানে বাত, ব্যথা, আর্থ্রাইটিস ও প্যারালাইসিসে আক্রান্ত রোগীদের মৃত্যুর হার অনেক কমেছে। এখন মানুষ ফিরে পাচ্ছে স্বাভাবিক জীবন ও তাদের মুখের হাসি। এক্ষেত্রে বাংলাদেশে বাতের ব্যথা ও প্যারালাইসিস চিকিৎসায় যুগান্তকারী সাফল্য দেখিয়েছে ডিপিআরসি সেন্টার।

কুমিল্লা থেকে এ সেন্টারে চিকিৎসা নিতে আসা ২৫ বছর বয়সি যুবক মো. সাগর জানান, ‘অনেক নামি-দামি ডাক্তার দেখিয়েছি, তারা অপারেশন করার কথা বলেছেন। পরবর্তীতে ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে ডিপিআরসি সম্পর্কে জানলাম। এখানে প্রায় সাত দিন ধরে আছি এবং এখন অনেকটাই ভাল হওয়ার পথে আছি। এখানে সেবার মান অসাধারণ।’

শেফালী খাতুন (৪৫) নামে অন্য একজন রোগী জানান, ‘অনেক হাসপাতাল থেকে আমাকে অপারেশনের জন্য বলেছিল। তবে ডিপিআরসিতে ১৪ দিন চিকিৎসা নিয়ে এখন অপারেশন ছাড়াই সুস্থ হওয়ার পথে আছি।’

হাসপাতালে পায়ে জ্বালাপোড়া ও কোমরে ব্যথার চিকিৎসা নিতে আসা রবিউল হোসেন (৩৬) জানান, ‘পায়ে জ্বালাপোড়া ও কোমর ব্যথার কারণে আধা ঘণ্টা বসে থাকতে পারতাম না। তারপর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ডা. সফিউল্লাহ প্রধান স্যার সম্পর্কে জানতে পারি এবং আরেক বড় ভাইও এ হাসপাতাল থেকে ভালো চিকিৎসা পাওয়ায় এখানে ভর্তি হওয়া।’

এ সেন্টারের আরেক রোগী নয়ন খান বলেন, ‘আমি এভিয়ান স্টেজ থ্রি তে আছি। সবাই বলেছিলেন, সার্জারি করতে হবে। কিন্তু এ বয়সে সার্জারি করাতে চাচ্ছিলাম না। তাই ডিপিআরসিতে এসে ভর্তি হওয়া। আমার চিকিৎসার জন্য ভারতে যাওয়ার কথা ছিল; কিন্তু এখানকার ট্রিটমেন্টে সমস্যার অনেকটাই সমাধান হয়ে আসছে। এখন আমি হাঁটতে পারি, চলাফেরা করতে পারি; এমনকি নামাজ-দোয়াও ভালোভাবে করতে পারি।’

এ বিষয়ে চিকিৎসক ডা. মো. সফিউল্লাহ প্রধান বলেন, ‘আধুনিক এবং দক্ষ জনবল দিয়ে অপারেশনবিহীন হাঁটু, ঘাড় ও মেরুদণ্ড ব্যথার চিকিৎসা দেয়া হয় এ সেন্টারে। বর্তমানে সারা বিশ্বে যুদ্ধ-বিগ্রহ, খাদ্যাভ্যাসে অতিরিক্ত জাঙ্কফুড এবং পেশাগত কারণে মানুষের শারীরিক বিভিন্ন ব্যথাজনিত সমস্যা হচ্ছে, বিশেষ করে কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটুর ব্যথা এবং প্যারালাইসিস। ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে এ সমস্যাগুলোর সমাধান হচ্ছে।’

তিনি আরও বলেন, অনেকের ধারণা ছিল স্ট্রোক করলে আর সুস্থ হওয়া যায় না। এখন এই ভুল ধারণা ভেঙে প্রতিনিয়ত রোগী সুস্থ হয়ে কাজে-কর্মে ফিরে যাচ্ছেন। ডিপিআরসি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যথা ও প্যারালাইসিসের চিকিৎসা করে আসছে এবং সফলতার সঙ্গে দেশ-বিদেশের মানুষকে সেবা দিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *