মৃত্যুর দুই মিনিট আগেও স্ত্রীর সঙ্গে কথা হয় প্রবাসীর!

হঠাৎ অস্বস্তি বোধ করেন প্রবাসী ইব্রাহীম মিয়া (৪২)। ফোন দেন দেশে থাকা স্ত্রীর কাছে। ফোন শেষ হওয়ার মিনিট দুয়েকের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই প্রবাসী। এমনই এক মৃত্যু হয়েছে সৌদিআরব প্রবাসী ইব্রাহীম মিয়ার।

বাংলাদেশ সময় বুধবার বিকেল সোয়া ৫টার দিকে ওই প্রবাসীর মৃত্যুর খবর পান তার পরিবার।

ইব্রাহীম মিয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের চরতেরটেকীয়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। দীর্ঘদিন ধরে সৌদিআরবের রিয়াদে রয়েছেন। বুধবার বিকেলে স্ট্রোক এ আক্রান্ত হয়ে তিনি মারা যান।

ওই প্রবাসীর পরিবারের বরাত দিয়ে বন্ধু সোহেল রানা জানান, ইব্রাহীম দীর্ঘদিন ধরে সৌদি আরবে রয়েছেন। এক বছর আগে তিনি ছুটিতে দেশে এসেছিলেন। বুধবার বিকেলে (বাংলাদেশ সময়) তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় দেশে থাকা তার স্ত্রীর কাছে ফোন দেন। ফোন শেষ হবার মিনিট দুয়েকের মধ্যেই তিনি মারা যান। সেখানে থাকা লোকজন ইব্রাহীম মারা যাওয়ার তথ্যটি তার পরিবারকে জানান।

সোহেল রানা আরো বলেন, ইব্রাহীমের স্ত্রী ও তিন বছরের এক ছেলে সন্তান রয়েছে। তার মৃত্যুতে বন্ধু-বান্ধবসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান ওই প্রবাসী মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *