বিদায় বেলায় ভক্তদের উদ্দেশ্যে অবিশ্বাস্য মন্তব্য করলেন সাকিব, সারাদেশে উঠলো আলোচনার ঝড়!

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলে ক্রিকেটের এই বিশেষ সংস্করণকে বিদায় জানাবেন তিনি।

দীর্ঘদিন ধরে দেশের বাইরে রয়েছেন সাকিব। তবে এই সময়ের মধ্যে ঘরের মাঠে কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। তবে দুই টেস্ট খেলতে আগামী অক্টোবরে ঢাকায় আসবে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেট শেষ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে তার বিরুদ্ধে এখন একটি হত্যা মামলা বিচারাধীন থাকায় তিনি দেশে খেলতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা রয়েছে।

‘তারা আসলে সবসময় সার্পোট করেছে, তাদের জন্য মনে হয় সবসময় খেলতে থাকি। কিন্তু সবকিছুরই একটা শেষ আছে। তাদের সমর্থনের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের আনকন্ডিশনাল লাভ বা যে ভালোবাসা যে সার্পোট তারা আমাকে দিয়েছে আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।’

সাকিব বলেন, ‘দেশের সমর্থকদের সামনে টেস্ট ক্যারিয়ার শেষ করাটা উপযুক্ত হবে বলে মনে হচ্ছে আমার। বাংলাদেশ ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং এই ফরম্যাটের শেষটা আমি ঘরের মাঠেই খেলতে চাই। আমি বিসিবির কাছে নিজের শেষ টেস্টটি মিরপুরে খেলার ইচ্ছা প্রকাশ করেছি। যদি তা না হয়, তাহলে কানপুরে ভারতের বিপক্ষে ম্যাচটিই হবে আমার শেষ টেস্ট। ’

‘ইতোমধ্যেই বিশ্বকাপে আমি আমার শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছি বলে মনে করি। বিসিবির সঙ্গে আমার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে এবং ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে মনে হয়েছে এটাই সঠিক সময় সরে দাঁড়ানোর। কোনো আক্ষেপ রেখে আমি এই সিদ্ধান্ত নিইনি। ’

টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৭০টি ম্যাচ খেলেছেন সাকিব। ২০০৭ সালে অভিষেকের পর থেকে ৫ সেঞ্চুরি ও ৩১ ফিফটিসহ ৩৮.৩৩ গড়ে ৪ হাজার ৬০০ রান করেছেন তিনি। এছাড়া বল হাতে শিকার করেছেন ২৪২ উইকেট। এর মধ্যে ফাইফার পেয়েছেন ১৯ বার ও ম্যাচে ১০ উইকেট নিয়েছেন দুবার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৯ ম্যাচ খেলে নিজের ঝুলিতে যোগ করেছেন ২ হাজার ৫৫১ রান ও ১৪৯ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *