প্রবাদ হিসাবে, সুখ দীর্ঘস্থায়ী হয় না। বৃষ্টি থেমে মাঠ থেকে সরিয়ে দেওয়ায় গ্রিন পার্ক স্টেডিয়ামের জনতা আনন্দে ফেটে পড়ে। কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে আবারও বৃষ্টি শুরু হয়।মাঠ কর্মিরা আবার মাঠে ফিরেছে।
লাঞ্চ ব্রেক চলছে। অর্থাৎ কানপুর টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশন বৃষ্টিতে ভেসে গেছে।
কানপুর টেস্টের আজ ২য় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। ১ম দিনের খেলাও বৃষ্টির জন্য মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। আর ৩ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।
এর আগে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। জবাবে বাংলাদেশ টসে হেরে ব্যাটিং করে।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ ১ম ইনিংসঃ ১০৭/৩ ওভারঃ ৩৫ ( জাকির ০, সাদমান ২৪, মমিনুল ৪০*, শান্ত ৩১, মুশফিক ৬*)
বোলারঃ বুমরাহ–৯-১৯-০ সিরাজ–৭-২৭-০ আশ্বিন–৯-২২০১ আকাশ–১০-৩৪-২
বিস্তারিত সব খবর আমাদের এই পত্রিকায় দেয়া হয়। আশা করছি খেলার সব আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন।
Leave a Reply