পূজা ঘিরে নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল!

দুর্গাপূজা ঘিরে দেশে কোনো অশান্তি করতে দেয়া হবে না বরে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২৯ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বজনদের সঙ্গে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।

তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের চক্রান্ত জামায়াত প্রতিহত করেছে, আগামীতেও করবে। সামনে পূজার সময় জামায়াতের নেতাকর্মীরা সচেতন ও সতর্ক থাকবে, চক্রান্ত প্রতিহত করবে।

এ সময় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান গোলাম পরওয়ার। তিনি আশ্বাস দিয়ে বলেন, ‌‘নির্বাচনি পরিবেশ সৃষ্টিতে জামায়াত আপনাদের পাশে আছে।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, অবাধ-গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছি। জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর হবে। যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ দেয়ার ঘোষণা করে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে।

শহীদদের রক্তে রঞ্জিত বাংলাদেশকে নতুন করে গড়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দেশের কোটি মানুষ শহীদদের স্মরণ করছে। যারা নিহত হয়েছেন, তাদের মাসিক ভাতার ব্যবস্থা এই সরকারকেই করতে হবে।

পরে ১৭টি শহীদ পরিবারের মধ্যে নগদ ২ লাখ টাকা করে বিতরণ করেন জামায়াত নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *