লেবাননে এবার ইসরাইলি হামলায় একই পরিবারের ১৭ জন নিহত!

ইসরাইলের বিমান হামলায় লেবাননের উত্তর বেকা উপত্যকার জবউদ শহরে একই পরিবারের ১৭ জন সদস্য নিহত হয়েছেন।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে রোববার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের উত্তর বেকা উপত্যকার জবউদ শহরে ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের অন্তত ১৭ জন সদস্য নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধান এখনও চলছে।

প্রায় দুই সপ্তাহ ধরে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। এতে দেশটির বহু বেসামরিক নিহত হয়েছেন।

এছাড়াও শনিবার (২৮ সেপ্টেম্বর) ইসরাইলের বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। ওই হামলায় নাসরুল্লাহ নিহত হন।

তার আগে হাসান নাসরুল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করে ইসরাইলি সেনাবাহিনী। লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদর দফতর লক্ষ্য করে শুক্রবার হামলা চালায় ইসরাইলি বিমান বাহিনী। এতে হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন বলে শনিবার দাবি করে তেল আবিব।

তাৎক্ষণিকভাবে ইসরাইলের এমন দাবি নিয়ে কোনো মন্তব্য না করলেও, পরে বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *