চালকের আসনে বাংলাদেশ। দুর্দান্ত শুরু করেন মুমিনুল হক। মোহাম্মদ সিরাজের করা ৪৬তম ওভারের প্রথম বলে আম্পায়ার মুমিনুল হককে আউট করেন। তাৎক্ষণিক রিভিউ নেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। স্নিকো মিটারে দেখা গেছে বল ব্যাটে লাগেনি, আঘাত লেগেছে ইয়াসভি জয়সওয়ালের হাতে।
মুমিনুল তার ১ম সেঞ্চুরি পূর্ণ করেন।
সারাংশ স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৩৩/১০ ওভার: ৭৪.২ (জাকির 0, সাদমান ২৪ মুমিনুল ১০৭*, শান্ত ৩১, মুশফিকুর ১১, লিটন ১২, মিরাজ ৬)
Leave a Reply