ময়মনসিংহের ভালুকায় আট বছর বয়সী মেয়েকে গলা টিপে হত্যা করেছেন কেয়া চক্রবর্তী। শুক্রবার (৪ অক্টোবর) পৌরসভার সাদিক টাওয়ার থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত কেয়াকে (৪০) আটক করা হয়েছে।
নিহত কৃত্তিকা চক্রবর্তী স্থানীয় শাহীন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে কেয়ার স্বামী স্কয়ার ঔষধ কোম্পানির টেরিটরি অফিসার প্রসঞ্জিত চক্রবর্তী অফিসের কাজে চলে যান। কেয়ার ছোট ভাই অলক চক্রবর্তী শুক্রবার দুপুরে তার বোনের বাসায় এসে ভেতর থেকে দরজা বন্ধ দেখেন। বাইরে থেকে ডেকে দরজা খুলতে না পেড়ে তিনি পুলিশে খবর দেন।
ভালুকা মডেল থানার এস আই শফিউল্লাহ মীর্জ্জা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েকে গলা টিপে শ্বাসরুদ্ধ করে হত্যার কথা স্বীকার করছেন কেয়া।
Leave a Reply