free tracking

ভিনিসিয়ুসকে নিয়ে রিয়ালের বিবৃতিতে কপাল পুড়লো ব্রাজিলের!

দানি কারভাহালের পর আরও এক ফুটবলারকে নিয়ে দুঃসংবাদ দিলো রিয়াল মাদ্রিদ। যদিও তাতে ক্ষতিটা হয়েছে ব্রাজিলের। ভিয়ারিয়ালের বিপক্ষে লা লিগার ম্যাচে ঘাড়ে চোট পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। ফলে অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে পারবেন না এ উইঙ্গার।

শনিবার (৫ অক্টোবর) রাতে লা লিগায় ভিয়ারিয়ালের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। দাপট দেখিয়ে ম্যাচটি ২-০ ব্যবধানে জিতে নেয় লস ব্লাঙ্কোসরা। তবে এ ম্যাচে বড় দুর্ঘটনার শিকার হন দলের রক্ষণের বড় শক্তি দানি কার্ভাহাল। লিগামেন্টে মারাত্মক আঘাত পান তিনি।

কারভাহালকে স্ট্রেচারে ভর করে মাঠ ছাড়তে হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে রোববার রিয়ালের পক্ষ থেকে জানানো হয়, তার অস্ত্রোপচার করাতে হবে। তাতে তাকে মাঠের বাইরে থাকতে হবে ৮ থেকে ১০ মাস। অর্থাৎ চলতি মৌসুম একপ্রকার শেষ হয়ে গেল কারভাহালের।

অন্যদিকে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের ৭৩তম মিনিটে গোল করার পর ৭৯তম মিনিটে ঘাড়ের ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন ভিনিসিয়ুস। কিন্তু তখনো তার চোটের ধরন সম্পর্কে জানা যায়নি। রোববার রিয়ালের পক্ষ থেকে জানানো হয়, ভিনিসিয়ুসের ঘাড়ে চোট পেয়েছেন।

সেরে উঠতে ভিনির বিশ্রামের প্রয়োজন। রিয়ালের পরবর্তী ম্যাচ আগামী ১৯ অক্টোবর, লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে। মাঝে আন্তর্জাতিক বিরতি। ফলে এ সময়ে বিশ্রাম সেরে ফের রিয়াল শিবিরে যোগ দিতে পারবেন ভিনিসিয়ুস। কিন্তু ক্ষতিটা হলো ব্রাজিলের।

আগামী ১১ অক্টোবর চিলি ও ১৬ অক্টোবর পেরুর বিপক্ষে ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে সেলেসাওরা। গুরুত্বপূর্ণ ম্যাচ দুটির জন্য গত ২৭ সেপ্টেম্বর ২৩ সদস্যের দল ঘোষণা করেছিলেন কোচ দরিভাল জুনিয়র। যেখানে ছিলেন ভিনিসিয়ুসও।

চোটে পড়ায় দেশের হয়ে ম্যাচগুলো ভিনিসিয়ুসের খেলা হচ্ছে না। এমনিতেই বাছাইপর্বে কঠিন সময় পার করছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৮ ম্যাচে মাত্র ৩ জয়ে লাতিন আমেরিকা অঞ্চলের ১০ দলের মধ্যে পাঁচে অবস্থান করছে তারা।

মূলপর্বের টিকিট পাওয়া-না পাওয়া নিয়ে যখন শঙ্কা, তখন আবার দলের গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাচ্ছে না দরিভাল। ব্রাজিল অবশ্য ভিনিসিয়ুসের বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *