আগামী বছরে ফেব্রুয়ারি ৮টি দলের অংশগ্রহণে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন করবে পাকিস্তান। আয়োজক পাকিস্তান বলেই ভারতের অংশগ্রহণ নিয়ে আছে প্রশ্ন। দেশটির বেশ কিছু গণমাধ্যমের দাবি, পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে না ভারত। বিপরীতে ভারতের ম্যাচগুলো অন্য কোনো দেশে আয়োজনের দাবি তাদের। যদিও পিসিবি বলছে অন্য কথা। ভারতের অংশগ্রহণ নিয়ে আশাবাদী পিসিবি।
চ্যাম্পিয়নস ট্রফির আসর সফল করতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে পাকিস্তান। প্রস্তুত করা হচ্ছে ভেন্যুগুলো। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে আসর। খেলা হবে তিনটি ভেন্যুতে। তবে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে একমাত্র ভারতকে নিয়েই রয়েছে অনিশ্চয়তা।
পিসিবি প্রধান মহসিন নকভি অবশ্য বলছেন ভিন্ন কথা। রোববার ভারতের অংশগ্রহণ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘ভারতীয় দলের উপর আমার পূর্ণ আস্থা আছে… এখনও পর্যন্ত, এমন কিছু হয়নি যা তাদের আসা স্থগিত বা বাতিল করতে পারে। তাই সব দল আসবে।’
ভারত অবশ্য আগেও পাকিস্তানের আয়োজনে বাধ সেধেছে। সবশেষ এশিয়া কাপেও পাকিস্তানে যায়নি দলটি। তাদের ম্যাচগুলো পরে বাধ্য হয়ে শ্রীলংকায় আয়োজন করতে হয়েছিল পাকিস্তানকে। যদিও এই সময়ে বিরোধ ভুলে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত সফর করেছে পাকিস্তান দল।
Leave a Reply