আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কোনো অসাধু চক্র যেন দুর্ঘটনা ঘটাতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।
মঙ্গলবার (০৮ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে দেশবাসীর প্রতি এ আহ্বান জানান তিনি।
শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, ‘দুর্গাপূজায় কোনো অসাধু চক্র যেন কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতে না পারে, এ বিষয়ে সকলের সতর্ক দৃষ্টি রাখতে হবে। এ দেশের সম্প্রীতির গায়ে যেন কোনো ধরনের দাগ না লাগে, এ বিষয়ে সজাগ থাকতে হবে।
‘
তিনি নিজের কমেন্ট বক্সে আরো লিখেছেন, ‘পূজা এলেই একটি মহল সংখ্যালঘুদের ওপর নিপীড়ন করে বিশেষ ফায়দা হাসিল করতে চায়। সংখ্যালঘুদের ওপর নির্যাতন করে কোনো ফ্যাসিস্ট গোষ্ঠী যেন পরিস্থিতি ঘোলাটে করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে।’
Leave a Reply