অবশেষে ব্যর্থতার বৃত্ত ভেঙেছে পাকিস্তান। শান মাসুদের নেতৃত্বে টেস্টে প্রথম জয় পেয়েছে দেশটি। মুলতানে সিরিজ বাঁচানোর টেস্টে ইংল্যান্ডকে ১৫২ রানের ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। এমন জয়ে পাকিস্তান অধিনায়কের মুখে তৃপ্তির হাসি ফুটলেও এই ফরম্যাটের পয়েন্ট টেবিলের হিসেব বলছে, এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাজে অবস্থা দলটির। এমনকি বাংলাদেশেরও নিচে অবস্থান তাদের।
তবে পয়েন্ট টেবিলের হিসেব যায় বলুক, লম্বা সময় পর জয় পেয়েছে পাকিস্তান। এই ফরম্যাটে সবশেষ পাকিস্তান ম্যাচ জিতেছিল ৪৪ মাস আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে। সেবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল দলটি। এরপর মাঝে টানা ১১ ম্যাচ জয় পায়নি পাকিস্তান। অধিনায়ক বাবর আজমে সরিয়ে শান মাসুদকে নেতৃত্ব দেওয়া হলেও তার নেতৃত্বে প্রথম ৬ ম্যাচেই হেরেছে পাকিস্তান।
এই অবস্থায় একটা জয়ে তাই পয়েন্ট টেবিলে খুব একটা সুখবর মেলেনি পাকিস্তানের। হিসেব বলছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে ৯ দলের মধ্যে পাকিস্তানের অবস্থান ৮ নম্বরে। দলটির নিচে কেবল ওয়েস্ট ইন্ডিজ।
এই ফরম্যাটে ৯ ম্যাচে ৩ জয় পাকিস্তানের। বাকি ৬ ম্যাচেই হেরেছে দলটি। ড্র’ও করতে পারেনি তারা। ২৮ পয়েন্ট নিয়ে পাকিস্তানের জয়ের শতকরা হার ২৫.৯৩ শতাংশ। অন্যদিকে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করা বাংলাদেশের অবস্থান ৭ নম্বরে। ৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে ৩৩ পয়েন্ট নিয়ে ৩৪.৩৮ শতাংশ জয় বাংলাদেশের।
এ তালিকায় সবার ওপরে ভারতের নাম। ১১ ম্যাচে ৮টিতে জয় ২টিতে হার ও ১টি টেস্ট ড্র’করেছে রোহিত শর্মার দল। তাতে ৯৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারত। তাদের জয়ের হার ৭৪.২৪ শতাংশ। এ তালিকায় পরের অবস্থানে অস্ট্রেলিয়া। দলটির পয়েন্ট ৯০।
Leave a Reply