মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ির কামারখারায় কিস্তির টাকা নিয়ে ঝগড়ার জেরে স্বামীর হাতুড়িপেটায় নাজমা বেগম (৫০) নিহত হয়েছেন।
প্রথমে গুরুতর আঘাতপ্রাপ্ত ওই নারীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু পথেই তার মৃত্যু হয়।
শুক্রবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টা দিকে উপজেলার কামারখাড়া কবরস্থান এলাকায় হাতুড়ি দিয়ে স্ত্রীকে পেটান স্বামী আনওয়ার মিঝি।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক প্রান্ত সরকার জানান, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
আরও পড়ুন: ধামরাইয়ে সিএনজি স্টেশনে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, চালক নিহত
নিহতের ছেলে মো. ইব্রাহিম সরদার মা হত্যায় জড়িত বাবার শাস্তি দাবি করে বলেন, মাকে জিম্মাদার করে বাবা একাধিক কিস্তি তোলেন। সেগুলো ঠিকমতো পরিশোধ না করায় মায়ের ওপর বিভিন্ন চাপ আসতো। এ নিয়ে তাদের মধ্যে আগেও ঝগড়া হয়েছে। আজও মা-বাবার কাছে কিস্তি পরিশোধের কথা বলতে গেলে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায় বাবা।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ঘাতক স্বামীকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
Leave a Reply