free tracking

একনজরে দেখেনিন, ব্যালন ডি’অরের মঞ্চে অন্য পুরস্কার জিতলেন যারা!

প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে গতকাল রাতে প্রথম ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ফুটবলার রদ্রি। একই দিনে নারী ব্যালন ডি’অরও গেছে স্পেনে। বার্সেলোনায় খেলা জিতেছেন এই পুরস্কার। এর বাইরেও একই মঞ্চে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষ ফুটবলারের খেতাব জিতেছেন অনেকেই।

অবশ্য এবারের ব্যালন ডি’অর নিয়ে বিতর্কও কম নয়। সবাই ধারণা করেছিল রিয়াল মাদ্রিদে খেলা ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের হাতে উঠতে যাচ্ছে এই পুরস্কার। তবে শেষ পর্যন্ত সেটি না হওয়ায় ক্ষুব্ধ রিয়াল ও ব্রাজিলিয়ান সমর্থকরা। তবে বাকি পুরস্কারগুলো নিয়ে কারো কোনো অভিযোগ নেই।

সেরা গোলরক্ষকের পুরস্কার নিয়ে গিয়েছেন আর্জেন্টিনাকে কোপা আমেরিকা শিরোপা জেতানো এমিলিয়ানো মার্তিনেজ। সর্বোচ্চ গোলের জন্য গার্ড মুলার ট্রফি পেয়েছেন হ্যারি কেইন এবং কিলিয়ান এমবাপ্পে। হালের সেনসেশন লামিনে ইয়ামাল পেয়েছেন সেরা উদীয়মান তারকার ট্রফি।

ব্যালন ডি’অর মঞ্চে কে কোন পুরস্কার পেলেন:

২০২৪ ব্যালন ডি’অরে পুরস্কার বিজয়ীর তালিকা

মেন’স ব্যালন ডি’অর

রদ্রি হার্নান্দেজ (স্পেন, ম্যানচেস্টার সিটি)

উইমেন’স ব্যালন ডি’অর

আইতানা বোনমাতি (স্পেন, বার্সেলোনা)

মেন্স ইয়োহান ক্রুইফ ট্রফি (পুরুষ বর্ষসেরা কোচ )

কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)

উইমেন্স ইয়োহান ক্রুইফ ট্রফি (নারী বর্ষসেরা কোচ)

এমা হেইস (চেলসি, যুক্তরাষ্ট্র)

গার্ড মুলার ট্রফি (সর্বোচ্চ গোলদাতা)

কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, পিএসজি)

হ্যারি কেইন (ইংল্যান্ড, বায়ার্ন)

লেভ ইয়াসিন ট্রফি (বর্ষসেরা গোলকিপার)

এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা, আর্জেন্টিনা)

রেমন্ড কোপা ট্রফি (বর্ষসেরা তরুণ খেলোয়াড়)

লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)

সক্রেটিস পুরস্কার (দাতব্য কাজ)

হেনি হেরমোসো (স্পেন, তাইগ্রেস)

বর্ষসেরা ক্লাব- পুরুষ

রিয়াল মাদ্রিদ

বর্ষসেরা ক্লাব- নারী

বার্সেলোনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *