ব্লকেড কর্মসূচি স্থগিত, অনশনে যেতে পারেন ৭ কলেজের শিক্ষার্থীরা!

আপাতত ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করেছেন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (২ নভেম্বর) সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেয়া হতে পারে। এক্ষেত্রে গনঅনশনের মতো কঠোর কর্মসূচিতে যেতে পারেন তারা।

বুধবার (৩০ অক্টোবর) দিনভর ব্লকেড কর্মসূচি পালন শেষে সায়েন্সল্যাব মোড়ে সংবাদ সম্মেলন করে এমনটাই জানিয়েছেন তারা।

শিক্ষার্থীরা জানান, আপাতত ব্লকেড কর্মসূচি স্থগিত। আগামী শনিবার সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচির বিষয়ে জানানো হবে। সবুজ সংকেত পাওয়ার আগ পর্যন্ত শান্তিপূর্ণভাবে অপেক্ষা করবেন তারা। রোববার থেকে গণঅনশনের কর্মসূচি দেয়া হতে পারে।

এরআগে, বুধবার (৩০ অক্টোবর) স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে দ্বিতীয় দিনের মতো ব্লকেড কর্মসূচি পালন করেন সাত কলেজের শিক্ষার্থীরা। বেলা ১১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।

বেলা ১১টার দিকে ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় কমিশন গঠন না করা পর্যন্ত রাস্তা ছাড়বেন না শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে নিউমার্কেট, নীলক্ষেত, সায়েন্সল্যাব, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড সংলগ্ন সব রাস্তায় যানজট তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

সাত কলেজের জটিলতা নিরসনে শিক্ষা মন্ত্রণালয় সংস্কার কমিশন গঠন করলেও তা প্রত্যাখ্যান করে গেল সোমবার অনির্দিষ্টকালের ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *