জয়পুরহাটে একই সময়ে একই স্থানে বিএনপির দুটি পক্ষ সদর উপজেলা ও শহর বিএনপির সম্মেলন আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন জাহাঙ্গীর বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে এ আদেশ জারি করেন।
শুক্রবার (০১ নভেম্বর) সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
পুলিশ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি শহরের নতুন হাটের গোহাটীতে শুক্রবার সদর উপজেলা ও শহর শাখা বিএনপির সম্মেলন আয়োজনের ঘোষণা দেয়া হয়। কিন্তু দলের একটি পক্ষের নেতাকর্মীদের সম্মেলনে রাখা হয়নি অভিযোগ তুলে তারা বুধবার সন্ধ্যায় এবং বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে শহরে মশাল ও বিক্ষোভ মিছিল করেন। পরে তারা শুক্রবার নতুন হাটে পাল্টা সম্মেলনের আহ্বান করেন।
একই স্থানে একই সময়ে পাল্টাপাল্টি সম্মেলনের ঘোষণায় বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার বিকেলে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত নতুনহাট এলাকায় ১৪৪ ধারা জারি করে বিজ্ঞপ্তি দেন।
Leave a Reply