আয়াতনে ঢাকা সিটির সমান একটা দেশ।যার জনসংখ্যা মাত্র ৫ লাখের কিছু বেশি।এখানকার মানষগুলো দেখতে খুবই সুন্দর,বিশেষ করে নারীদের সৌন্দর্য মন কাড়ে যে কারোরই।
কিন্তু দেশটিতে নিষিদ্ধ রয়েছে বহুবিবাহ। পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি,এতেই বিপত্তি দেখা দিয়েছে নারীদের জন্য।বিয়ে করতে পাত্র পাচ্ছেন না তারা।
ফলে বাধ্য হয়েই বিদেশী পুরুষদের বেঁচে নিচ্ছেন জীবন সঙ্গী হিসাবে।দেশটিতে অবস্থানরত অভিবাসী বা অন্য দেশের নাগরিকদের বিয়ে করে ঘর বাঁধছেন হাজার হাজার নারী।
মাল্টা ইউরোপের সবচেয়ে ছোট রাষ্ট্র।এ দেশটির আয়তন প্রায় ঢাকা সিটির সমান।জনসংখ্যা কম হলেও এ দেশের মাথাপিছু বাৎসরিক আয় অনেক বেশি।কিন্তু দেশটিতে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি। মাল্টার জনসংখ্যা প্রায় পাঁচ লাখ চৌত্রিশ হাজার।
কিন্তু এর মধ্যে ৪৯ ভাগ পুরুষ এবং ৫১ ভাগ নারী রয়েছে।দেশটির নিয়ম অনুযায়ী একজন পুরুষ একাধির বিয়ে করতে পারে না সাথে একজন পুরুষ তার স্ত্রীকে কখনো ছেড়ে যেতে পারে না।আর সে জন্যই অতিরিক্ত নারী জনসংখ্যার জন্যই দেখা দিয়েছে পুরুষ সংকট।আর যে কারণে এদেশের নারীরা একরকম বাধ্য হয়েই বিদেশী পুরূষকে বিয়ে করে।দেশটির নারীরা সুন্দরী হলেও দুঃখের বিষয় হলো বিয়ের জন্য নারীরা পাত্র খুঁজে পাচ্ছেন না।
Leave a Reply