টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের ফাইনালে মুখোমুখি হবে টুর্নামেন্টের দুই অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা ও ভারত। প্রথমবারের মত আইসিসি বিশ্বকাপ ইভেন্টের ফাইনালে উঠেই বাজিমাত করতে চায় প্রোটিয়ারা। প্রথম বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে, ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ভারতের চোখ দ্বিতীয় শিরোপা ঘরে তোলা। শনিবার (২৯ জুন) বার্বাডোজের ব্রিজটাউনে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
ভারত-দক্ষিণ আফ্রিকা হাইভোল্টেজ ফাইনালে শিরোপা জিতবে কোন দল তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ক্রিস গেইল। তিনি মনে করেন ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে।
দ্য ইউনিভার্স বস বলেন, ‘ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুই দলই বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। বার্বাডোজে তাদের জায়গাটা প্রাপ্য। পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলা এমন দুটি দল থেকে একটি বাছাই করা আসলেই কঠিন।’
শিরোপা জয়ের দৌড়ে দক্ষিণ আফ্রিকার চেয়ে ভারত কিছুটা হলেও এগিয়ে থাকবে বলে মনে করেন গেইল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি ফাইনালে অভিজ্ঞতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। রোববার ভারত আত্মবিশ্বাসী হবে। তাদেরকে হারানো কঠিন হবে। কারণ, তাদের ব্যাটিং গভীরতা অনেক এবং বুমরার মতো একজন বিশ্বমানের ডেথ বোলার আছে যে প্রতিপক্ষের হৃদয় ভেঙে দিতে পারে।’
Leave a Reply