free tracking

বয়স ৪০ পার হলে ‘সুগার মাম্মি’ হতে চাই : সুবাহ!

অভিনেত্রী হুমায়রা সুবাহ। একসময় ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কের কারণে আলোচনায় ছিলেন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি গান নিয়েও ব্যস্ত তিনি। সদ্যই মুক্তি পেয়েছে তার নতুন গান ‘আমি তোমায় দিলাম’।

গানটির প্রেসমিটে গানের পাশাপাশি ব্যক্তিগত বিষয়েও কথা বলেন সুবাহ। সেখানেই তিনি জানান, ভবিষ্যতে সুগার মাম্মি হতে চান তিনি!

সুবাহ বলেন, ‘আমি বয়স ৪০ পার করলে সুগার মাম্মি হতে চাই।’ সেক্ষেত্রে যারা সুগার মাম্মির ছেলে হতে চায় তারা চল্লিশের পরে বুক দিতে পারেন বলেও ঠাট্টা করেন সুবাহ।

সুবাহ’র এই খোলামেল এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

ভক্তরা যেমন বিষয়টি মজা হিসেবে নিয়েছেন, তেমনি অনেকেই তার এই খোলামেলা বক্তব্যের প্রশংসা করছেন। এমন সাহসী বক্তব্যের মাধ্যমে সুবাহ আরও একবার প্রমাণ করলেন যে তিনি নিজের জীবন নিয়ে বরাবরই সৎ এবং অকপট। তবে এই মন্তব্যকে তিনি শুধুই মজার ছলে বলেছেন নাকি এর পেছনে অন্য কোনো বার্তা রয়েছে, তা নিয়ে চলছে নানা আলোচনা।

সিনেমাটি নির্মিত হয়েছে ত্রিভূজ প্রেমের গল্প নিয়ে। সিনেমায় চিত্রনায়ক শিপন মিত্রর বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তবে সাবেক ক্রিকেটার নাসিরের প্রেমিকা হিসেবেই তিনি আলোচনায় আসেন। সোশ্যাল মিডিয়ায় তাদের প্রেম-বিচ্ছেদ কাণ্ড নিয়ে প্রচুর চর্চা হয়েছিল। নাসিরের কাছ থেকে বিচ্ছেদের পর গায়ক ইলিয়াসের সঙ্গে মনের লেনাদেনা করেন সুবাহ।

কিন্তু এই সম্পর্কও টেকসই হয়নি। সুবাহ ২০২১ সালের ১ ডিসেম্বর কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে কয়েকদিন পরেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়, যা পরবর্তীতে গণমাধ্যমে প্রকাশ পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *